প্রাইভেট স্কুল সোসাইটির আলোচনা সভা
Event Description
প্রাইভেট স্কুল সোসাইটির মাসিক আলোচনাসভা অনুষ্ঠিত হবে, আলোচনা সভায় সোসাইটির সঙ্গে যুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে ।
প্রাইভেট স্কুল সোসাইটির অন্তর্ভুক্ত স্কুলসমূহঃ-
-
সানশাইন স্কুল
- সেবা আইডিয়াল স্কুল
- ডলি মেমোরিয়াল স্কুল
- ড্রিমল্যান্ড স্কুল
- এডভান্স একাডেমী
- চাইল্ড কেয়ার কিন্ডারগার্ডেন
- জননী প্রি-ক্যাডেট স্কুল
- হিলি পাবলিক স্কুল
- উপজেলা পরিষদ শিশু নিকেতন
- সামস প্রি-ক্যাডেট স্কুল
- স্কাই প্রি-ক্যাডেট স্কুল
- স্কলার প্রি-ক্যাডেট স্কুল
- রাজধানী প্রি-ক্যাডেট স্কুল
- গ্রীনভ্যালী স্কুল
প্রাইভেট স্কুল সোসাইটির কিছু কার্যক্রম নিম্নে তুলে ধরা হলঃ-
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে হিলিতে মানববন্ধন । সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন
শিরোনামে সংবাদটি প্রকাশ করেছেন সাংবাদিক লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
হাকিমপুর উপজেলায় প্রাইভেট স্কুল সোসাইটির কমিটি গঠন । সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন
শিরোনামে সংবাদটি প্রকাশ করেছেন সাংবাদিক সোহেল রানা ,(হিলি ) দিনাজপুর প্রতিনিধি।
খাদেমুল ইসলাম (দপ্তর ও প্রচার সম্পাদক)
আলোচনা সভায় যা থাকছেঃ
দুপুর ২ টায়
সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সকল সদস্যের আসন গ্রহণ ।
দুপুর ২ টা ১০ মিনিট
মধ্যাহ্নভোজ । ( সানশাইন স্কুল মিটিং রুম )
২ টা ৪০ মিনিট
এজেন্ডাভিত্তিক আলোচনাঃ- ১, সোসাইটির সকল স্কুলের সাথে অনুষ্ঠিত হবে ২০১৮ সালের বৃত্তি পরিক্ষা । বৃত্তি পরিক্ষার সিলেবাস, মানবন্টন ও বৃত্তি পরিক্ষা পরিচালনা সংক্রান্ত আলোচনা । ২, পঞ্চম শ্রেনির মডেল টেস্ট পরিক্ষা সংক্রান্ত । ৩, স্কুল নিবন্ধন সংক্রান্ত । ৪, বিবিধ।